খিলক্ষেত পাঠাগার ঢাকার প্রাণকেন্দ্র খিলক্ষেতের বটতলায় অবস্থিত। ২০১০ সালের ৪ আগস্ট, খিলক্ষেতের কিছু উদ্যমী যুবক সমাজ বিনির্মাণের মহৎ উদ্দেশ্য নিয়ে বটতলায় খিলক্ষেত পাঠাগার প্রতিষ্ঠা করেন। লক্ষাধিক জনসংখ্যার এবং ১৬ বর্গ কিমি আয়তনের এই এলাকায় এটিই একমাত্র পাবলিক লাইব্রেরি (গণ গ্রন্থাগার), যা সকলের জন্য উন্মুক্ত।
ঠিকানা: ক-৪৮/এ , সরদার মার্কেট (৩য় তলা), খিলক্ষেত বটতলা, ঢাকা - ১২২৯
সাপ্তাহিক খোলা: শনিবার থেকে বৃহস্পতিবার
সময়সূচি: সকাল ১০টা থেকে দুপুর ১টা এবং বিকেল ৪টা থেকে রাত ৯টা
বই সংখ্যা: ১৯৫০+
সদস্য সংখ্যা: ৩২৫+
সভাপতি
সাধারণ সম্পাদক
সহ- সভাপতি
সহ- সভাপতি
সহ- সভাপতি
যুগ্ম-সাধারণ সম্পাদক
যুগ্ম-সাধারণ সম্পাদক
সাংগঠনিক-সম্পাদক
দপ্তর সম্পাদক
প্রচার সম্পাদক
অর্থ সম্পাদক
মোবাইল: 01616944853, 01939649428
ইমেইল: pathagar.khilkhet@gmail.com
ফেইসবুক: www.facebook.com/pathagar.khilkhet
ওয়েবসাইট: khilkhetpathagar.github.io